ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

চবিতে জাতীয় যুব সংসদের কমিটি ঘোষণা

চবি সংবাদদাতা

প্রকাশিত : ২২:৫৭, ২৬ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

দেশের ৬ কোটি ২০ লাখ তরুণের স্বপ্নের প্লাটফর্ম “জাতীয় যুব সংসদ, বাংলাদেশ'র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে।

গত বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট মো. ইমাম হোসাইন এবং ভারপ্রাপ্ত মহাসচিব মো. বাহার উদ্দিনের সাক্ষরিত ও প্রেসিডিয়াম সদস্য নিজাম হায়দার চৌধুরী, সাহিত্য সম্পাদক সাম্মি তুলতুল,সাংগঠনিক সম্পাদক ওমর সানি শুভ ও চবির প্রধান সমন্বয়ক মো. সুমন আহমেদের সুপারিশে চবি ইউনিটে রাজনীতি বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফজলে এলাহীকে সভাপতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাহাব উদ্দিন ফাহিমকে সাধারণ সম্পাদক করে  ১২১ সদস্য বিশিষ্ট আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।

এতে প্রধান সাংগঠনিক সম্পাদক হিসেবে রাখা হয়েছে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, চবিসাসের সদস্য ও একুশে টিভি অনলাইনের চবি সংবাদদাতা জুবাইর উদ্দিনকে।

সভাপতি ফজলে এলাহী বলেন, জাতীয় যুব সংসদ সাধারণত একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রের দ্বিতীয় সংসদ। যেখানে এসে একটি দেশের যুব সমাজ সঠিক গণতন্ত্র চর্চার মাধ্যমে ভবিষ্যত নেতৃত্বের জন্য শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত হয়। বিশ্বের অধিকাংশ উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে 'জাতীয় যুব সংসদ' বিদ্যমান রয়েছে। একটি দেশের গঠন ও পরিচালনা প্রক্রিয়ায় “জাতিসংঘ” প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা করে থাকে।

সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ফাহিম বলেন, একে একটি দেশের সর্ববৃহৎ যুব প্লাটফর্ম হিসেবেও অবহিত করা হয়। তাই জাতীয় যুব সংসদ হচ্ছে বাংলাদেশের যুব সমাজের অধিকার ও কর্তব্য প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী ১০০ এরও বেশি দেশে অবস্থানরত বাংলাদেশী যুবকদের সমন্বয়ে গঠিত এই ” জাতীয় যুব সংসদ বাংলাদেশ।

“জাতীয় যুব সংসদ” এর মূলমন্ত্র হচ্ছে, একটি সুনির্দিষ্ট নীতিমালার আলোকে মহান মুক্তিযুদ্ধের আদর্শিক চেতনায় দেশের যুব সমাজ গড়তে, যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিনিধিত্বশীল একটি যুবসংসদ গড়ে তোলা। যেখানে যুব সংক্রান্ত যাবতীয় সমস্যাসমূহ উদঘাটন করে যথার্থ কর্তৃপক্ষ তথা "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার” এর সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক সমাধানের জন্য একটি সমন্বিত শক্তিশালী উদ্যোগের মাধ্যমে প্রস্তাবনা পেশ করা হবে এবং দেশের সম্ভাবনাময় যুব সমাজকে তাদের অধিকার, কার্যবিধি দায়িত্ব, ও কর্তব্যের প্রতি সজাগ ও সচেতন করাই এই সংসদের মূখ্য কাজ।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি