ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

চলচ্চিত্র প্রদর্শনীর অর্থ যাবে বন্যা দুর্গতদের কাছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৪, ২৪ জুলাই ২০১৯

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়(জাককানইবি)সংসদের উদ্যোগে দুই দিনব্যাপী চলচ্চিত্র এবং ডকুমেন্টারি প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এ চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। 
এ সময় প্রদর্শনীতে গণ অর্থায়নে নির্মিত পূর্ণ্যদৈর্ঘ্য চলচ্চিত্র 'শাটল ট্রেন' প্রদর্শিত হয়।একই সাথে 'শাটল ট্রেন' ছাড়াও ডকুমেন্টারি ‘ম্যাডোনা ৪৩’ ও ‘ক্ষতচিহ্ন’ প্রদর্শিত হয়।প্রদর্শনীতে অর্জিত সকল অর্থ বন্যা দুর্গত মানুষদের জন্য ব্যয় করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। 
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জাককানইবি সংসদের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সৈকত বলেন, ‘উদীচী মূলত গণমানুষের জন্য কাজ করে। তাই পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আমাদের চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। দেশের উদ্ভুত বর্তমান পরিস্থিতির কারণে তার পুরো অর্থ আমরা বন্যা দুর্গত মানুষের কাছে পৌঁছে দেব।’প্রদর্শনীর উদ্বোধনে ‘শাটল ট্রেন’র পরিচালক প্রদীপ ঘোষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলচ্চিত্র প্রদর্শনীটি দ্বিতীয় দিনের মতো ২৫ জুলাই বিকাল ৩টা ও ৫টায় জাককানইবির সম্মেলন হলে প্রদর্শিত হবে।  
এমএস/কেআই
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি