ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

চলতি বছর রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেবে ৫০ হাজার শিশু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৫, ৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০০:২৩, ৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চলতি বছর বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারীরা প্রায় ৫০ হাজার সন্তান জন্ম দেবেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্যা চিলড্রেন।

শিশুদের নিয়ে কাজ করা সংস্থাটির তথ্য মতে, চলতি বছর দেশের রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন প্রায় ১৩০ জন শিশু পৃথিবীর আলো দেখবে। সে হিসাবে ক্যাম্পে ২০১৮ সালে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা শিশু জন্ম নেবে।

এদিকে ক্যাম্পে জন্ম নেওয়া অনেক শিশু নানা রোগে ভুগছে। এরপরও সেখানে নতুন প্রাণ জন্মানোর ধারা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বছর ২৫ অগাস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধনের শিকার হয়ে প্রায় ১০ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সেখানে গণহত্যা, ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, নারীদের ধর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনার শিকার হয় রোহিঙ্গারা।

সহিংসতা থেকে পালিয়ে রোহিঙ্গা ক্যাম্পে আসার পর থেকেই ডিপথেরিয়া রোগের প্রাদুর্ভাব বেড়েছে। এখন পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ২৫২৬ জন ডিপথেরিয়ায় আক্রান্ত হয়েছে। যাদের তিন চতুর্থাংশ শিশুর বয়স ১৫ বছরের নিচে। মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ২৭ জন।

রোহিঙ্গা ক্যাম্পে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি আরো কিছু সাহায্য সংস্থা হাজার হাজার শিশুকে টিকার আওতায় আনার চেষ্টা করছে।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি