ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

চলমান বৈরি আবহাওয়ায় ইয়ামাহা রাইডারস ক্লাবের বৃক্ষ রোপণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ২৯ এপ্রিল ২০২৪

ইয়ামাহা রাইডারস ক্লাব ইয়ামাহা মোটরসাইকেল চালকদের নিয়ে গঠিত দেশের সর্ববৃহৎ বাইকিং কমিউনিটি। দেশব্যাপী যাদের রয়েছে দশ হাজারের ও বেশি নিবন্ধিত সদস্য। ক্লাবের সদস্যরা বাইকিং এক্টিভিটির পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। 

এর ধারাবাহিকতায় চলমান উত্তপ্ত আবহাওয়া বিবেচনায় গত ২১ এপ্রিল রোববার বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র পরিবেশক এবং টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার এ সি আই মটরস্ ঘোষণা দেয়, গ্রাহকের কাছে বিক্রিত প্রতিটি মোটরসাইকেলের বিপরীতে তারা দুটি করে বৃক্ষ রপণ করবে। 

এরই অংশ হিসেবে ইয়ামাহা “করি বৃক্ষ রোপণ, হবে নির্মল জীবন যাপন” শিরোনামে একটি কর্মসূচি হাতে নেয়। 

কর্মসূচিটি সফল করতে ইয়ামাহা বাংলাদেশ ইয়ামাহা রাইডারস ক্লাবকে সাথে নিয়ে দেশের বিভিন্ন জেলায় শুরু করে বৃক্ষ রোপণ অভিযান। কর্মসূচির অংশ হিসেবে তারা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া সহ দেশের বিভিন্ন প্রান্তে কয়েক হাজার বনজ ও ফলজ বৃক্ষ রোপণ করে। 

আগামী জুন পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্যরা। চলমান বৈরি আবহাওয়া বিবেচনায় ইয়ামাহা বাংলাদেশ তথা ইয়ামাহা রাইডারস ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেকে। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি