ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

চাঁদ জয়ের ৫০ বছর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ২০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

৫০ বছরে পা দিলো মানবজাতির ঐতিহাসিক চন্দ্র বিজয়। ১৯৬৯ সালের এই দিনে চাঁদের বুকে পা রাখেন নিল আর্মস্ট্রং। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এই সফল অভিযানের মধ্য দিয়ে মহাকাশ যাত্রায় অন্য এক উচ্চতায় পৌঁছে যায় মানুষ।

রহস্যময় সেই চাঁদ, যা পৃথিবীর কক্ষপথে ঘুরছে অবিরাম-- হাজার হাজার বছর ধরে মানুষের বামন কল্পনায় যা ছিল ধরাছোয়ার বাইরে-- সেই চাঁদ মানুষের পায়ের নিচে। সৃষ্টি হলো ইতিহাস! চাদে নেমে তাই নেইল আর্মস্ট্রংও বললেন-- মানবজাতির বড় পদক্ষেপ।

জলে বিম্বিত চাদ যেমন না সত্য না মিথ্যা-- হাজার বছর পুরোনো চর্যাপদের এই কাব্যিক তুলনাবোধের মতোই সংশয় এপোলো এগারোর সেই অভিযান নিয়েও। নিন্দুকরা বলছেন, স্নায়ুযুদ্ধের পিক আওয়ারে রাশিয়াকে টক্কর দিতে নাটকটা সাজিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন।

তবে এই ষড়যন্ত্র তত্ত্বকে পাশ কাটিয়ে ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত চাঁদে ৬ বার নভোচারী পাঠিয়েছে নাসা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি