ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

চাপাতির আঘাতে আহত শিক্ষার্থী খাদিজার অবস্থা এখনও সংকটাপন্ন

প্রকাশিত : ১৪:৩৭, ৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:৩৭, ৫ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

এমসি কলেজ ক্যাম্পাসে চাপাতির আঘাতে গুরুতর আহত সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজার অবস্থা এখনও সংকটাপন্ন। মঙ্গলবার অস্ত্রোপচারের পর তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষনে রেখেছেন  চিকিৎসকরা। এদিকে খাদিজার উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সিলেট। বিক্ষোভে উত্তাল সিলেটের রাজপথ। মঙ্গলবার সকালে সরকারি মহিলা কলেজ, এমসি কলেজ ও খাদিজার নিজ এলাকা তেমুখীতে মানববন্ধন, বিক্ষোভ, সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। টানা তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। এর আগে তারা কালোব্যাজ ধারণ করে। পরে ক্যাম্পাসে অবস্থান নিয়ে হামলাকারী বদরুলের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত  আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। এদিকে খাদিজার উপর হামলাকারী বদরুল আলমকে হাসপাতাল থেকে শাহপরান থানা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি