ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

চাপাতির কোপে ছাত্রলীগ নেতা নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:২৭, ২৯ নভেম্বর ২০২১

সাজ্জাদ হোসেন সজিব

সাজ্জাদ হোসেন সজিব

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক ছাত্রলীগ সাজ্জাদ হোসেন সজিব নিহত হয়েছেন। নিহত সজিব ইছাপুর ইউনিয়নের ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ছিলেন।

রোববার (২৮ নভেম্বর) বিকালে উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ইছাপুর ইউনিয়নে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন চলছিল। রোববার বিকালে নৌকার প্রার্থী শাহিনুর আক্তারের পক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বে ছিলেন সজিব। 

ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বিকাল ৩টার দিকে বিদ্রোহী প্রার্থী আমির হোসেনের আনারস প্রতীকের লোকজনের সঙ্গে নৌকার প্রার্থীর কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সজিব আহত হন। প্রথমে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। গত ১৫ নভেম্বর সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণার পর সজিবকে সভাপতি করে নতুন কমিটি গঠন করা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম ফয়সাল মাল বলেন, সজীব নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করছিল। স্বতন্ত্র প্রার্থী আমির হোসেনের লোকজন তাকে চাপাতি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হয়। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

উল্লেখ্য, বিদ্রোহী প্রার্থী আমির হোসেন উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সহ-সভাপতি। দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করায় ১৬ নভেম্বর তাকে বহিষ্কার করা হয়। 

ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ভোটকেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা হয়েছে। এতে দুই পক্ষের লোকজন আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি