ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে ঈগলু

প্রকাশিত : ১৭:৫৮, ৩০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৫৮, ৩০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ক্ষুদে আঁকিয়েদের অংশগ্রহণে সারাদেশে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে ঈগলু। আজ শুক্রবার চট্টগ্রাম, নোয়াখালী ও ফেনীতে প্রতিযোগিতার প্রথম রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নগরীর মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় এবং আগ্রাবাদ টিএন্ডটি কলোনী স্কুল মাঠে এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ৮হাজার শিক্ষার্থী। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঈগলুর প্রধান নির্বাহী পরিচালক জিএম কামরুল হাসান। এছাড়া ইগলুর সাইকেল অফারে এ সপ্তাহের বিজয়ীর হাতে তুলে দেয়া হয় মোটরসাইকেল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি