ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

চীনের দখলে ভারতের ৪২৩ মিটার ভূখণ্ড!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০১, ৩০ জুন ২০২০ | আপডেট: ১৬:০৩, ৩০ জুন ২০২০

সীমান্ত থেকে দুই দেশের সেনাবিাহিনী উঠিয়ে নিলেও চীন-ভারত উত্তেজনা লেগেই আছে। লাদাখের গালওয়ানে ভারতীয় ভূখণ্ডের ৪২৩ মিটার দখল করেছে চীনের লাল ফৌজ। 

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি'র হাতে আসা উপগ্রহ চিত্রে এমন ইঙ্গিত মিলেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ জুনের সেই স্যাটেলাইট চিত্রে একটা বড় ছাউনি, ১৬টি তাঁবু এবং ত্রিপল আর ১৪টি সাঁজোয়া গাড়ির অস্তিত্ব মিলেছে। ১৯৬০ সালে দ্রাঘিমা ও অক্ষরেখা হিসেব করে গালওয়ানের বিশেষ এলাকা নিজেদের বলে দাবি করেছিল বেইজিং। সেই এলাকাই কব্জা করেছে চীনা বাহিনী।

চীনা বাহিনীর দখলে ভারতীয় ভূখণ্ডের ৪২৩ মিটার 

সাম্প্রতিক উপগ্রহ চিত্রে সেই জায়গায় লাল ফৌজের উপস্থিতি ভারতের উদ্বেগ বাড়িয়েছে। গত ২২ মে থেকে ২৬ জুনের উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গালওয়ান নদী এলাকায় দিব্যি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে চীন।

এসব উপগ্রহ চিত্র ঠিক সেই এলাকার অর্থাৎ পেট্রলিং পয়েন্ট ১৪-এর। গত ১৫ জুন এখানেই ভারত-চীন সীমান্ত বাহিনীর চরম সংঘর্ষ ঘটে। যাতে ভারতের ২০ সেনা নিহত হয় ও ৭০ এরও বেশি সেনা আহত হন। 

এমবি//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি