চীনের সাথে সম্পর্ক স্বাভাবিক বলে দাবি জাপানি প্রধানমন্ত্রীর
প্রকাশিত : ১৫:৩১, ২ সেপ্টেম্বর ২০১৮

চীনের সাথে জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছে এবং তা আরও উন্নত হবে বলে বিশ্বাস করেন জাপানের প্রধানমন্ত্রী শিন জো এবে। এছাড়াও দেশটির সাথে জাপানের সম্পর্ক এখন সম্পূর্ণ ‘স্বাভাবিক’ বলেও জানান তিনি।
জাপানের একটি পত্রিকার জন্য দেওয়া সাক্ষাতকারে এসব কথা বলেন শিন জো এবে। সাক্ষাতকারটি আজ রবিবার প্রকাশিত হয়।
আগামী অক্টোবরে চীন সফরে যাওয়ার কথা রয়েছে শিন জো এবের। সে সফরে চীনের প্রেসিডেন্টকে জাপান সফরের আমন্ত্রণ জানাবেন বলে মন্তব্য করেন জাপানি প্রধানমন্ত্রী।
শিন জো এবে এমন এক সময়ে এধরনের মন্তব্য করেন যখন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বিরাজ করছে। শিন জো এবে মনে করেন, দুই দেশের বাণিজ্যিক দ্বন্দ্বের বিরুপ প্রভাব পরবে বিশ্ব অর্থনীতিতে।
শিন জো এবে বলেন, “চীনের প্রধানমন্ত্রী লি কিকিয়াং গত মে মাসে জাপান সফরে আসেন। তারপর থেকেই জাপান-চীন সম্পর্ক আগের মতো স্বাভাবিক পর্যায়ে চলে আসে”।
সূত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস
//এস এইচ এস//
আরও পড়ুন