ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

চুক্তিভিত্তিক অধিগ্রহন করা জমি আদিবাসীদের কাছে ফেরত দেবার দাবী বিশিষ্টজনের

প্রকাশিত : ১৭:৪৬, ২০ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:৪৬, ২০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

গাইবান্ধার সাহেবগঞ্জ বাগদা ফার্মের চুক্তিভিত্তিক অধিগ্রহন করা জমি মূল মালিক আদিবাসীদের কাছে ফেরত দেবার দাবী জানিয়েছেন বিশিষ্টজনেরা। পাশাপাশি ভূমি ব্যবস্থাপনায় অনিয়মের কারণে দখলের দৌরাত্ম বাড়ছে বলেও মনে করেন কেউ কেউ। আর আদিবাসীরা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে তাদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি গঠনেরও আহবান জানিয়েছেন বিশিষ্টজনেরা। বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে গাইবান্ধার সাহেবগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ভূমি অধিগ্রহণ করা হয়েছে। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বললেন, কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন অনুযায়ি কৃষিজমিতে শিল্পাঞ্চল গড়ে তোলা যায় না। সাহেবগঞ্জের বাগদা ফার্ম সরকার অধিগ্রহণের ফলে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধিকার বঞ্চিত হয়েছে বলেও অভিযোগ করেন কেউ কেউ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জমি অধিগ্রহণের ক্ষেত্রে সরকারকে আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি