ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গায় বোমাসদৃশ বস্তু উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৫, ২৮ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় লাল টেপ মোড়ানো বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার হারদী ইউনিয়নের গোপালদিয়া গ্রামের জামে মসজিদের পাশ থেকে সেগুলো উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। 

পুলিশ জানায়, রোববার সকালে দুটি বোমাসদৃশ বস্তু দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছে সেগুলো উদ্ধার করে নিয়ে আসে। বিষয়টি ঢাকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য মোস্তাক আহমেদ বলেন, গ্রামের জামে মসজিদের সামনে ঝোপের মধ্যে থেকে লাল টেপ মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে সেগুলো বোমা নাকি অন্যকিছু। আর সেগুলো গ্রামের মধ্যে কীভাবে এল সেটাও পুলিশের তদন্তে বেরিয়ে আসবে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তারা এসেই পরীক্ষা-নিরীক্ষা করবেন। তারপর বিস্তারিত জানা যাবে।
কেআই// a


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি