ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

চুয়াডাঙ্গায় সেফটি ট্যাঙ্ক থেকে স্কুল যুবকের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১২:৩৫, ৩১ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:৩৫, ৩১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গা শহরের সিএন্ডবি পাড়ার একটি সেফটি ট্যাঙ্ক থেকে মাহফুজ আলম সজীব নামে এক স্কুল ছাত্রের গলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এই উদ্ধার অভিযান চালায়। র‌্যাব জানায়, গত ২৯ জুলাই দামুড়হুদা থেকে ইউপি মেম্বার রাকিবুল ইসলাম, সজীবকে অপহরণ করেছে বলে অভিযোগ করে তার পরিবার। অপহরণের পর থেকেই ২০ লাখ টাকা চাঁদা দাবি করছিল তারা। চাঁদার টাকা দিতে না পারায় সজীবকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে ইউপি সদস্যসহ জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। সজীব চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি