ঢাকা, রবিবার   ০৯ নভেম্বর ২০২৫

চুয়েটের সাবেক ভিসি ড. শ্যামল কান্তি আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৫, ২ ডিসেম্বর ২০১৯

চুয়েটের সাবেক ভিসি ড. শ্যামল কান্তি বিশ্বাস

চুয়েটের সাবেক ভিসি ড. শ্যামল কান্তি বিশ্বাস

Ekushey Television Ltd.

না ফেরার দেশে চলে গেলেন পেকুয়ার গর্বিত সন্তান চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর ড. শ্যামল কান্তি বিশ্বাস। তিনি আজ রোববার (০২ ডিসেম্বর) ভোর ৩টা ২৫ মিনিটে (নিউইয়র্ক সময়) নিউইয়র্কের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

ড. শ্যামল কান্তি বিশ্বাস কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরের বিশ্বাস পাড়ায় জন্মগ্রহণ করেন। পেকুয়া জিএমসি থেকে ১৯৬৩ সালে এসএসসি পাশ করেন। পরে উচ্চশিক্ষা লাভ করে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।

চুয়েট থেকে তিনি অবসর নিয়েই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলে যান। তার পিতা যতীন্দ্র লাল বিশ্বাস ছিলেন একজন প্রখ্যাত চিকিৎসক। মৃত্যুকালে তিনি দুই মেয়ে এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে ড. শ্যামল কান্তি বিশ্বাসের মৃত্যুতে চুয়েটসহ পেকুয়ার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি