ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ছাদ থেকে পড়ে জাবি শিক্ষার্থীর মৃত্যু

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৭, ১০ মে ২০২২

Ekushey Television Ltd.

বৃষ্টিতে ভিজতে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হলের পাঁচ তলার ছাদ থেকে পড়ে মারা গেছে অমিত কুমার বিশ্বাস নামে এক ছাত্র।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে পড়ে তিনি মারাত্মকভাবে আহত হন। প্রথমে বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। 

বিকেল সাড়ে পাঁচটার দিকে এনাম মেডিকেলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ছাত্র অমিত কুমার বিশ্বাস খুলনার দৌলতপুর থানার অজয় কুমার বিশ্বাসের ছেলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫ তম ব্যাচের উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র ছিলেন ও শহীদ রফিক জব্বার আবাসিক হলে থাকতেন।

বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের প্রভোস্ট অধ্যাপক ড. সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রভোস্ট বলেন, বৃষ্টির সময় একা ছাদে যায় অমিত। কিছুক্ষণ পরে ছাদে তারা বন্ধুরা গিয়ে এক কর্নারে তার জুতা দেখতে পায়। পরে দেখে অমিত নীচে পড়ে আছে। ধারণা করা হচ্ছে ছাদের রেলিংয়ে বসতে গিয়ে পা পিছলে ছাদ থেকে নীচে পড়ে যায়। তার পরিবারকে খবর দেয়া হয়েছে ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলেও জানান হল প্রভোস্ট।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি