ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

ছুটির দিনেও ব্যাংক খোলা রাখার নির্দেশ

প্রকাশিত : ২০:০৩, ৩১ মে ২০১৯

Ekushey Television Ltd.

গ্রাহকদের সুবিধার্থে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী শনিবার ও রবিবার সরকারি ছুটির দিনে কিছু ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ ও রপ্তানি বাণিজ্য সচল রাখার সুবিধার্থে বাণিজ্যিক ব্যাংকগুলোর কিছু শাখা খোলা রাখতে হবে। তার মধ্যে ঢাকা মহানগরী, সাভার, আশুলিয়া, গাজীপুর, টঙ্গী, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকগুলোর তৈরি পোশাক শিল্পের লেনদেন সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখতে হবে।

এর মধ্যে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব ব্যাংক খোলা থাকবে এবং লেনদেন চলবে সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

তার পরের দিন অর্থাৎ রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখতে হবে। আর লেনদেন চলবে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এ জন্য ব্যাংকগুলোকে আগে থেকেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, সাপ্তাহিক ছুটি ও শবে কদর উপলক্ষে সরকারি ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকার কথা ছিল। আর ঈদের আগে সোমবার শেষ ব্যাংকিং লেনদেন হবে। এদিন পূর্ণ দিবস ব্যাংক খোলা থাকবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি