ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ছেলেকে আছাড় দিয়ে হত্যা করল বাবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৬, ২৭ নভেম্বর ২০১৭ | আপডেট: ২০:২৭, ২৭ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সাতক্ষীরার নিজের সাত মাস বয়সী ছেলেকে আছাড় দিয়ে হত্যা করেছে আব্দুল কাদের নামের এক পাষণ্ড বাবা। সোমবার দুপুর ২টার দিকে জেলার কালীগঞ্জে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে ঘটনা ঘটে। ঘটনায় হত্যাকারী আব্দুল কাদেরকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের আব্দুল কাদের তার শ্বশুরবাড়ি কালীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে বেড়াতে আসেন। সোমবার দুপুরে তিনি সাত মাস বয়সী ছেলে জুনায়েদকে কোলে তুলে নেন। এ সময় স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে ছেলেকে সজোরে আছাড় দেন। পরে আবারও আছাড় দিলে ছেলেটির নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থোকে।

পরিবারের সদস্যরা ছেলেটিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার্ড করেন চিকিৎকরা। সদর হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

পরিবারের সদস্যরা জানান, মাঝে মধ্যেই কাদের অস্বাভাবিক আচরণ করেন। তবে আজ স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে এমন ঘটনা ঘটেছে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত গণমাধ্যমকে জানান, হত্যাকারী আব্দুল কাদেরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি