ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

ছেলের জয়ে উচ্ছ্বসিত মোদীর মা

প্রকাশিত : ১২:৪৩, ২৩ মে ২০১৯

ভারতের লোকসভা নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে নরেন্দ্র মোদী। বাইরে চলছে বিজয় উদযাপন। আর এই উৎসব দেখে ঘরে বসে থাকতে পারলেন না মোদীর মা। বাইরে বেরিয়ে পড়লেন হীরাবেন।

আজ বৃহস্পতিবার সকালে ওই ভোটের ফল ঘোষণা শুরু হয়। এতে এখন পর্যন্ত বেসরকারিভাবে ৩২৮টি আসনে জয় পেয়েছে মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জোট এনডিএ।

বড় ব্যবধানে মোদীর ক্ষমতায় আসার খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। আর তাই সকালেই গুজরাটের গান্ধীনগরে ঘর থেকে বাইরে বের হয়ে আসেন হীরাবেন। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করে ছেলের জয়ের জন্য সংবাদ মাধ্যমকেও কৃতজ্ঞতা জানান তিনি।

এর আগে গত এপ্রিলের শেষ সপ্তাহে ৯৮ বছর বয়সী মায়ের কাছে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন হীরাবেনের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে আহমেদাবাদের ভোটকেন্দ্রে যান ভারতের এই প্রধানমন্ত্রী।

এপ্রিল মাসে শুরু হয়ে গত রোববার শেষ হয় ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার নির্বাচনের ভোট। ৮৩ কোটির বেশি ভোটারের জন্য ৫৪২টি আসনের নয় লাখ কেন্দ্রে মোট সাত পর্বে চলে এই ভোটগ্রহণ। কোনো দলকে সরকার গঠন করতে হলে পেতে হয় ২৭২টি আসন।

সূত্র : ইন্ডিয়া টুডে

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি