ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

ছয় ঘণ্টা সংজ্ঞাহীন, করোনা সন্দেহে কেউ এল না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৭, ২৬ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাস সন্দেহে কেউ এগিয়ে এলেন না। দীর্ঘ ৬ ঘণ্টা সত্তর বছরের বৃদ্ধা নিজ বাড়িতেই পড়ে রইলেন। নিজের দেবর দেখেও এগিয়ে আসলেন না। রবিবার ভারতের বাগবাজারের বৃন্দাবন পাল লেনে এ ঘটনা ঘটে।

বৃদ্ধা ওই মহিলার নাম ছায়া চট্টোপাধ্যায়। স্বামী মারা গিয়েছেন অনেকদিন আগেই। রবিবার প্রতিবেশীরা দেখেন সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন ছায়া দেবী। সকাল নটা থেকে তাকে বাড়িতে পড়ে থাকতে দেখলেও করোনার ভয়ে কেউই এগিয়ে এলেন না। এভাবেই তিনি পড়ে থাকেন প্রায় ৬ ঘণ্টা। শেষপর্যন্ত প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিস এসে মৃতদেহ নিয়ে যায়।

বৃদ্ধার ঘরের পাশেই থাকেন তার  দেবর। তিনিও ছায়া দেবীর চিকিত্সার কোনও ব্যবস্থা করেননি। তার বক্তব্য, আমি একলা মানুষ কী করব!

প্রতিবেশীদের বক্তব্য, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ছায়া দেবী। তার পায়ে একটি সংক্রমণ ছিল। সেটা থেকেই সম্ভবত অসুস্থ হয়ে পড়েন। পাড়ার এক চিকিত্সককে খবর দেওয়া হয়েছিল। কিন্তু তিনি আসেননি। বাধ্য হয়েই পুলিশে খবর দিতে হয়। বিকেল তিনটে নাগাদ পুলিশ এসে বৃদ্ধার দেহ নিয়ে যায়। ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি