ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

জঙ্গিবাদ প্রতিহত করতে ঐক্যবদ্ধভবে কাজ করার আহ্বান তরুণ সমাজকে

প্রকাশিত : ১৮:৪৮, ৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৬, ৩ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

জঙ্গিবাদ প্রতিহত করতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ঠজনেরা। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জঙ্গিবাদ বিরোধী কর্মসূচিতে অংশ নিয়ে তারা বলেন, জঙ্গিবাদ রুখতে না পারলে কেউই নিরাপদ থাকবে না। কিছু রাষ্ট্র ও গোষ্ঠী ফায়দা লুটতে জঙ্গিবাদে মদদ দিচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। ‘জঙ্গীবাদ রুখবেই তারুণ্য’ এই স্লোগানে চট্টগ্রামের জঙ্গিবাদবিরোধী কর্মসূচিতে যোগ দেন বিশিষ্ঠজনেরা। আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, বিতর্কসহ সাংস্কৃতিক নানা আয়োজনে জঙ্গিবাদ প্রতিহতের ডাক দেয়া হয়। সিটি করপোরেশেনের সহায়তায় জেলা প্রশাসনের জঙ্গীবিরোধী কর্মসূচিতে অংশ নেন বিশিষ্টজনেরা। বক্তারা বলেন, জঙ্গিবাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এদেশে জঙ্গিদের কোনো জায়গা নেই বলেও মন্তব্য করেন তারা। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, জঙ্গিরা মানুষ হত্যা করে বেহেশতে যেতে চায়, অথচ ইসলাম তা অনুমোদন করে না। যেকোনো মূল্যে জঙ্গিদের প্রতিহত করার আহ্বান জানান চট্টগ্রামের জেলা প্রশাসক। সমাবেশ থেকে সন্তানদের সাংস্কৃতিক কর্মকান্ডে উদ্বুদ্ধ করতে অভিভাবকদের প্রতিও আহ্বান জানানো হয়। সমাবেশে নগরীর ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি