ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

জঙ্গীবাদ দমনে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন, গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী

প্রকাশিত : ১৮:৪৪, ১০ জুলাই ২০১৬ | আপডেট: ১৮:৪৪, ১০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

দেশ থেকে জঙ্গীবাদ দমনে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন,  গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জঙ্গীবাদের পৃষ্ঠপোষক উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, জঙ্গীদের সঙ্গে নিয়ে বিএনপি নেত্রী এখন লোক দেখানো ঐক্যের কথা বলছেন। জঙ্গীবাদ নির্মূলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান মন্ত্রী। চট্টগ্রামের নন্দন কানন বাসভবনে বিভিন্ন পেশাজীবি সংগঠন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি