ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

জঙ্গীবাদের জন্মদাতাদের সাথে ঐক্য হতে পারে নাঃ মহিউদ্দিন

প্রকাশিত : ১৮:১২, ১৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:১২, ১৩ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

জঙ্গীবাদের জন্মদাতাদের সাথে কোনো ঐক্য হতে পারে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। শনিবার বিকেলে নগরীর হালিশহর বড়পুল এলাকায় ১৪ দলের সন্ত্রাস-জঙ্গীবদিবিরোধী সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, যারা জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে তাদের সাথে জাতীয় ঐক্য হতে পারে না। জঙ্গি ও জঙ্গি মদদদাতাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পাড়া মহল্লায় বাঁশ-লাঠি নিয়ে পাহারা দিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। সমাবেশে সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন, জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ ও নগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি পদযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি