ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

জনগনের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতেই আসলাম চৌধুরীকে নিয়ে নাটকঃ রিজভী

প্রকাশিত : ১৫:১৫, ১৭ মে ২০১৬ | আপডেট: ১৫:১৫, ১৭ মে ২০১৬

Ekushey Television Ltd.

রিজার্ভ চুরি এবং ব্যাংক ডাকাতির  ঘনটা ধামাচাপা দিতেই সরকার আসলাম চৌধুরী নিয়ে নাটক সাজিয়েছে সরকার। মঙ্গলবার সকালে কেন্দ্রিয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবীর রিজভী বলেন, বিভ্রান্ত ছড়াতেই সরকার এসব কথা ছড়াচ্ছে। বলেন, ভারতের মাটিতে বসে সরকার উচ্ছেদের ষড়যন্ত্র করা একটি হস্যকর ঘটনা। জনগনের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতেই আসলাম চৌধুরীর সঙ্গে মোসাদের সম্পর্কের অভিযোগে তাকে গ্রেফতা করা হয়েছে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়াকে গ্রেফতারের প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি