ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

জনবলের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রাঙামাটি জেনারেল হাসপাতাল

প্রকাশিত : ১৩:৩৬, ৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৩৬, ৭ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

জনবলের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রাঙামাটি জেনারেল হাসপাতালটি। ৩১ জন চিকিৎসকের জায়গায় কর্মরত আছেন মাত্র ১৯জন। আর অপরিচ্ছন্ন পরিবেশের সঙ্গে চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধের অভাবে প্রতিনিয়তই দুর্ভোগে পড়তে হয় রোগীদের। ১৯৮৬ সালে রাঙামাটি জেনারেল হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১শ’ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু সেই অনুযায়ী সেবার মানের কোনো উন্নতি হয়নি। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে হাসপাতালের রোগীদের দুর্ভোগের শেষ নেই। এক্স-রে মেশিন ও চিকিৎসার অন্যান্য সরঞ্জামগুলোও পুরোনো হয়ে গেছে। বিদ্যুৎ বিভ্রাটের সময় হাসপাতালে নেই জেনারেটরও। পাওয়া যায় না প্রয়োজনীয় ওষুধ। হাসপাতালে ৩১ জন চিকিৎসকের মধ্যে কর্মরত আছেন ১৯ জন, ৮৩ জন নার্সের জায়গায় রয়েছেন ৫৩ জন এবং মেডিকেল টেকনলজিস্টসহ অন্যান্য পদে ৫৯ জনের মধ্যে কর্মরত রয়েছন ৪৯ জন। লোকবলের অভাবে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের। লোকবল সংকটের কথা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানালেন সিভিল সার্জন। রাঙামাটিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চত করতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভূক্তভোগীদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি