জন্মদিনে গুলি করে কেক কাটার ভিডিও ভাইরাল
প্রকাশিত : ১১:১৭, ২ আগস্ট ২০১৯ | আপডেট: ১১:২৪, ২ আগস্ট ২০১৯

ছুরি দিয়ে নয় নিজের জন্মদিনে গুলি করে কেক কাটলেন এক ব্যক্তি। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। গত বুধবার ভারতের উত্তরপ্রদেশের বাঘপতের সরুরপুর খেরকি গ্রামে এভাবেই আজব উপায়ে নিজের জন্মদিন পালন করেন ওই ব্যক্তি।
ভিডিওতে দেখা যায়, একটি কেক রাস্তার মাঝখানে রাখা হয়েছে এবং ওই কেকটিকে গুলি করার জন্যে বন্দুক হাতে প্রস্তুতি নিচ্ছেন এক ব্যক্তি, তাঁর বন্ধুরা 'হ্যাপি বার্থডে টু ইউ' গাওয়ার সঙ্গে সঙ্গেই কেকটিকে গুলি করলেন তিনি।
গুলি করে জন্মদিন পালন করার বিষয়ে বাঘপৎ সার্কেল অফিসার ও পি সিং বলেন, গুলি করে কেক কাটার ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, ওই ভিডিওটি আমরা দেখেছি এবং ঘটনার তদন্তও শুরু করেছি আমরা। খুব তাড়াতাড়ি অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হবে।
প্রসঙ্গত, বৈধভাবে অস্ত্র রাখার ব্যক্তিদের তালিকায় দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে উত্তরপ্রদেশ। কিন্তু বৈধ আগ্নেয়াস্ত্রের পাশাপাশি সে রাজ্যে অসংখ্য ব্যক্তি অবৈধভাবেও নিজেদের কাছে অস্ত্র রাখেন।
দেখুন ভিডিও-
আরও পড়ুন