ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

জবির গেটসংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করল শিক্ষার্থীরা

জবি সংবাদদাতা

প্রকাশিত : ১৮:৩৮, ১৭ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৮:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের আশ্বাসের সঠিক বাস্তবায়ন না হওয়ায় দ্বিতীয়বারের মতো বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় গেটসংলগ্ন লেগুনাস্ট্যান্ডের আশেপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় রড ও টিন দিয়ে ঝালাই করে বন্ধ রাখা গেটটিও উন্মুক্ত করে তারা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।  

সাধারণ শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ে "প্রসাশনের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও" স্লোগানে ক্যাম্পাসে মিছিল বের করে। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তারা রড ও টিন দিয়ে বন্ধ করে রাখা দ্বিতীয় গেটটি ভেঙে ফেলে। পরবর্তীতে শিক্ষার্থীরা গেটের সামনের লেগুনাস্ট্যান্ড এবং ফুটপাতের অবৈধ সকল দোকান অপসারণ করে।

এর আগে গত রোববার (১৫ সেপ্টেম্বর) জবি শিক্ষার্থীরা লেগুনা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে এবং দ্বিতীয় গেটের লেগুনাস্ট্যান্ড উচ্ছেদ করে দ্বিতীয় গেট উন্মুক্ত করে দেয়।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দেখা করে এক সপ্তাহের ভেতর লেগুনাস্ট্যান্ড সম্পূর্ণভাবে তুলে দিয়ে দ্বিতীয় গেট সংস্কার করে পুরোপুরি অবমুক্ত করার দাবি জানান।

এদিন আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, জবি প্রশাসন আমাদেরকে সর্বদা আশ্বাস দিলেও বাস্তবায়নে তারা বরাবরের মতোই এসব বিষয়ে উদাসীন। জবির কোনও জায়গা কারও দখলে নিতে দেয়া হবে না, সে যত বড়ই নেতা হোক। এবং আজ থেকে দ্বিতীয় গেট আমরা উন্মুক্ত ঘোষণা করছি। আমরা আমাদের ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে নিজেরাই কাজ করছি।

জানা যায়, এর আগেও প্রশাসনকে দ্বিতীয় গেট উন্মুক্ত ও  অবৈধ লেগুনা স্ট্যান্ড উচ্ছেদের দাবি জানানো হলে তারা জানান, ভর্তি পরীক্ষার আগেই সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং লেগুনাস্ট্যান্ড সরিয়ে নেয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আমরা এ বিষয়ে পুলিশ প্রসাশনের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীদের নির্বিঘ্নে চলাফেরা নিশ্চিত করতে যা যা করা দরকার আমরা তা করবো। আগামী সাত দিনের মধ্যে আমরা সকল অবৈধ স্থাপনা সরিয়ে দিয়ে দ্বিতীয় গেট উন্মুক্ত করে দিব।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি