ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

জবির নৃবিজ্ঞান বিভাগে অন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২০, ২৬ জুলাই ২০১৮

`মুক্তির জয়গানে ঋদ্ধ হোক প্রাণ` এই স্লোগানকে ধারণ করে `এনথ্রোপলজি ডিপার্টমেন্ট ডিবেটিং সোসাইটি (এডিডিএস)` জেন বলপেন এর সহযোগিতায় আয়োজন করে প্রথম অন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিভাগীয় মিলনায়তনে দুইদিন ব্যাপি বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার ফাইনালে `শরণার্থী আশ্রয় প্রদানের জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত নয়` শীর্ষক বিতর্কে সরকারি দল বিজয়ী হন। সেরা বিতার্কিক হন বিরোধী দলের প্রধান অন্তু আহমেদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের মডারেটর ও বিভাগের সহকারী অধ্যাপক তাসলিমা আতিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান ড. সানজিদা ফারহানা। তিনি বলেন, নৃবিজ্ঞান বিভাগের বিতর্ক দল শুরু থেকেই সুনামের সঙ্গে নিজেদের কাজ করে যাচ্ছে। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সবসময় বিতার্কিকদের পাশে থাকবেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেন বলপেন এর ম্যানেজিং ডিরেক্টর আব্দুল ওয়াহাব বলেন, এডিডিএস এর সাথে কাজ করতে পেরে আমরা গর্বিত। আগামীতে যে কোন কাজে আমরা একসঙ্গে কাজ করে যাবো।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর সুমন কুমার মজুমদার, বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান হিরন, খন্দকার ফাতেমা জোহরা, মাকসুদা খানম প্রভাষক আরিফ ইফতেখার, আব্দুল কুদ্দুস, সফিকুল ইসলাম, পাভেল মাহমুদ ও তাহসিনা ফেরদৌস।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি