ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ২

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৩, ৩১ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নওগাঁর ধামইরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ২ জন আহত হয়েছে। সোমবার দুপুরে জমির মালিকানা দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

জানা গেছে, উপজেলা সদরের মৃত আব্দুল গনি সরকারের ছেলে মো. আমজাদ হোসেন (৬৫) তার ক্রয়কৃত আবাদী জমি উমার ইউনিয়নের কৈগ্রাম উত্তর মাঠে বোরো ধান রোপনের জন্য যায়। 

এ সময় বিক্রিকৃত জমি নিজের দাবি করে কৈগ্রাম গ্রামের ফেরদৌস হোসেন (৫৫)সহ আরও ৪-৫ জন অতর্কিত হামলা চালায় আমজাদ হোসেনের উপর। এতে আমজাদ হোসেনের মাথায় ধারালো হাসুয়া দ্বারা আঘাত করায় ক্ষতের সৃষ্টি হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। এছাড়া ফেরদৌস হোসেনের ভাগনে একই গ্রামের আব্দুল গফুর (বলাই) এর ছেলে রনি বাবু (৩২) প্রতিপক্ষের হামলায় আহত হয়। 

এ ব্যাপারে আমজাদ হোসেন বলেন, প্রায় ১১ বছর আগে কৈগ্রাম উত্তর মাঠে তিনি ফেরদৌস হোসেনের নিকট থেকে ৪৪ শতাংশ জমি ক্রয় করেন। দীর্ঘ ১১ বছর ধরে তিনি ওই জমি নিজ দখলে রেখে চাষাবাদ করছেন। ফেরদৌস হোসেন বিক্রিকৃত জমি নিজের দাবি করে হামলা চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা বলেন,অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি