ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

জলদস্যুদের ১৩ গ্রুপ সাগর দাপিয়ে বেড়াচ্ছে

প্রকাশিত : ১২:৫২, ৩১ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:৫২, ৩১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ইলিশের মৌসুমে সাগর দাপিয়ে বেড়াচ্ছে জলদস্যুদের ১৩টি গ্রুপ। ভীত সন্ত্রস্ত জেলেদের অনেকেই সাগর ছেড়ে আশ্রয় নিয়েছেন ভোলা, চট্টগ্রাম কিংবা নোয়াখালীর উপকূলে। তবে, জেলেদের নিরাপত্তায় সব ধরণের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভোলা থেকে মনপুরা হয়ে গভীর সমুদ্র কিংবা নোয়াখালীর হাতিয়া থেকে অনেক দূরের সাগরে ক’বছর আগেও ভেসে বেড়াতো জেলেদের হাজারো নৌকা। তবে, সাম্প্রতিক বছরগুলোতে জেলেদের অপহরণ আর অসংখ্য নৌকা চাঁদাবাজদের কবলে পড়ায় ইলিশ ধরায় ভাটা পড়েছে। ইলিশের জন্য বিখ্যাত জাহাজমারা, মুক্তারিয়া, বুড়িরদানা, সূর্যমুখী, কাজীরবাজার কিংবা চেয়ারম্যানঘাটের অনেক নৌকাই ফিরে এসেছে ডাকাতের কবল থেকে। বাকি আড়াই হাজার নৌকা এখনও ঝুঁকি নিয়ে সাগর চষে বেড়াচ্ছে। উপকূলের কয়েক হাজার কিলোমিটারের মধ্যে ডাকাতি করছে চিহ্নিত ১২/১৩টি গ্র“প। বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে শুরু করে পূর্ব-দক্ষিণের দমারচর, পশ্চিমে সোনার চর পর্যন্ত বিস্তৃত জলদস্যুদের নেটওয়ার্ক। প্রত্যেক ডাকাতদলেই রয়েছে ৬০ থেকে ৮০ জন সশস্ত্র সদস্য। যাদের বাহিনীপ্রধান কালু, রানা, ফজলু, মজনু, কাউয়া জামাল, সাইফুল ও শঙ্কর। জলদস্যুদের ধরতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দস্যুদের দমনে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন জেলেরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি