ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

জলাবদ্ধতার হাত থেকে রক্ষার দাবিতে পানি সম্পদমন্ত্রীকে স্মারকলিপি

প্রকাশিত : ১৮:৩২, ১৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৩২, ১৯ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

চাক্তাই-খাতুনগঞ্জকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষার দাবিতে পানি সম্পদমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে আড়তদার ও সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতি। শুক্রবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পানি সম্পদমন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদকে এই স্মরকলিপি দেয়া হয়। ব্যবসায়ীরা অভিযোগ করেন, জলাবদ্ধতার কারণে প্রতিবছর কোটি কোটি টাকার পণ্য নষ্ট হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। সেসময় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংগঠনের সভাপতি সোলায়মান বাদশাহ, সাধারণ সম্পাদক এহসান উল্লাহ জাহেদীসহ চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি