ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রকাশিত : ২১:০৯, ১২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ২১:১১, ১২ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগে সব দল আস্থা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের তিন বছর পূর্তিতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, সংবিধান অনুযায়ী সব দল নির্বাচনে অংশ নেবে এবং গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সহায়তা করবে। দুই মেয়াদে সরকারের সফলতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নির্দিষ্ট মেয়াদ শেষেই নির্বাচন হবে। বর্তমান সরকারের তিন বছর পূর্তিতে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের শুরুতেই জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অনেক বাধা-বিপত্তি অতিক্রম উন্নয়নের মহাসড়কে সফলতার সঙ্গে এগিয়ে চলছে  বাংলাদেশ। তবে, জনগণের প্রত্যাশা পূরণে সরকার কতটা সফল হয়েছে, তার বিচারের ভার তাদের ওপরই ছেড়ে দেন তিনি। যোগাযোগ খাতের উন্নয়নসহ টানা দুই মেয়াদে আওয়ামী লীগ সরকারের সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। ভাষণে দেশের অর্থনৈতিক চিত্রও তুলে ধরেন শেখ হাসিনা। জ্বালানি ও বিদ্যুৎ খাতে সরকারের পরিকল্পনাও  উঠে আসে প্রধানমন্ত্রীর ভাষণে। ভাষণে জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে জাতিকে সচেতন হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। মেয়াদ শেষেই নির্বাচন হবে। এ প্রসঙ্গে বিগত নির্বাচনে বিএনপি-জামায়াতের তাণ্ডবের কথাও তুলে ধরেন তিনি। ভাষণে উঠে আসে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগের কথা। সবশেষে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে জনগণকে এগিয়ে আসার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি