ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

চকবাজারের অগ্নিকাণ্ড

জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ

প্রকাশিত : ১২:৫৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 

বাংলাদেশের রাজধানী ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস।

রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ বরাবর পাঠানো এক শোকবার্তায় জাতিসংঘ মহাসচিব বলেছেন, নির্মম সেই ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি রইলো সমবেদনা। সেইসঙ্গে ২০ জানুয়ারির সেই ঘটনায় যারা আহত রয়েছেন তাদের দ্রুত আরোগ্য করেছেন তিনি।

চিঠিতে তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার তৎপরতার প্রশংসা করেছেন। সেই সঙ্গে যেকোন ধরণের সহায়তা দেয়ারও আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

প্রসঙ্গত, গত বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং তা আশপাশের আরও তিনটি ভবনে দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ৪০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মোট ৬৮জন নিহত হয়েছে। আহত ও দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন ৪১ জন।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি