ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

জাতীয় অ্যাবাকাস ও মেটাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৯:৩৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

দশম জাতীয় অ্যাবাকাস ও মেটাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বসুন্ধরা কনভেনশান সেন্টারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারতের ত্রিপুরার ১৬শ’ ৭৮ জন শিক্ষার্থী অংশ নেয়। পাঁচ মিনিটের মধ্যে ৭০টি জটিল গাণিতিক সমাধান করে যুগ্মভাবে প্রথম হয়েছে তিন শিক্ষার্থী। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আলোহা মেন্টাল অ্যারিথমেটিকের প্রেসিডেন্ট লোহ মুন সাঙ। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী হায়দার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি