ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

জাতীয় ক্রিকেট লিগ শুরু হচ্ছে ২৫ সেপ্টেম্বর

প্রকাশিত : ১৯:৩৩, ২২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৩৩, ২২ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

২৫শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ১৮তম আসরের জাতীয় ক্রিকেট লিগ। এনসিএল’র টাইটেল স্পন্সর হিসেবে ক্রিকেট বোর্ডের সঙ্গে তিন বছেরর চুক্তি করেছে ওয়ালটন। চুক্তি মোতাবেক প্রথম বছর ৫০ লাখ, দ্বিতীয় বছর ৬০ লাখ ও তৃতীয় বছর ৭০ লাখ টাকা। আর অংশগ্রহনকারী ৮টি দলের জার্সিরও স্পন্সর হিসেবে থাকছে প্রতিষ্ঠানটি। প্রথম স্তরে রয়েছে বরিশাল বিভাগ, ঢাকা মেট্রো, খুলনা বিভাগ ও ঢাকা বিভাগ। আর দ্বিতীয় স্তারে আছে রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগ। এবারের মৌসুমের খেলা হবে ঢাকার বাইরের চারটি ভেন্যুতে। ভেন্যু চারটি হলো রাজশাহী, বগুড়া, খুলনা ও সিলেট্ধসঢ়;।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি