জাতীয় জাদুঘরে আহমেদ ছফা স্মৃতিবক্তৃতার আয়োজন
প্রকাশিত : ১৬:৩৩, ৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৩৩, ৩ সেপ্টেম্বর ২০১৬
আহমেদ ছফার পনেরতম মৃত্যবার্ষিকী উপলক্ষে জাতীয় জাদুঘরে আয়োজন করা হয় ১৪-তম আহমেদ ছফা স্মৃতিবক্তৃতার । এবারের আলোচক ছিলেন প্রবীণ রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো ।১৪-তম আলোচনার বিষয় ছিল বাঙ্গালী মুসলমানের ঐতিহ্য ও আজকের প্রেক্ষাপট ।
মূলত আহমেদ ছফার আলোচিত প্রবন্ধ ” বাঙ্গালী মুসলমানের মন ” কে সামনে রেখে এই আলোচনা করা হয়। অনুষ্ঠানে আহমেদ ছফার কর্মময় জীবন এবং দর্শণ নিয়ে কথা বলেন অধ্যাপক সলিমুল্লাহ । ২০০২ সাল থেকে প্রতিবছরই ধারাবাহিক ভাবেই আহমেদ ছফা স্মৃতি বক্তৃার এই আয়োজন করা হয়। স্মৃতিবক্তৃতায় সমসাময়িক সময়ের বিবেচনায় আহমেদ ছফার বিভিন্ন লেখার মূল্যায়ন করা হয়।
আরও পড়ুন