ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

জাতীয় শোক দিবস উপলক্ষে ৪০ কিলোমিটার দীর্ঘ মানবপ্রাচীর কর্মসূচি

প্রকাশিত : ১৮:২৭, ১৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৩০, ১৫ আগস্ট ২০১৬

নতুন প্রজন্মকে ইতিহাস সচেতন করতে জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামে প্রথমবারের মতো হলো ৪০ কিলোমিটার দীর্ঘ মানবপ্রাচীর কর্মসূচি। জাতির জনকের হত্যাকারীর শাস্তির পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতে এভাবেই হাতে হাত রেখে রাজপথে নেমে আসে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নগরীর টাইগারপাস মোড়ে এ মানবপ্রাচীরের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির  উদ্দীন। শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চত করার দাবি জানায় কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা। এসময় শোককে শক্তিতে পরিণত করে দেশ থেকে জঙ্গী ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সিটি মেয়র। সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত নগরীর শাহ আমানত ব্রীজ থেকে বহদ্দারহাট, মুরাদপুর, সিডিএ এভিনিউ, শেখ মুজিব রোড, কাষ্টম হয়ে এম এ আজিজ স্টেডিয়াম সড়ক, দেওয়ানহাট থেকে অলংকার, বহদ্দারহাট থেকে কালুরঘাট ব্রিজ পর্যন্ত হয় মানবপ্রাচীর।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি