ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

জাতীয় সংসদে নারী ক্রিকেটারদের নিয়ে ভূয়সী প্রশংসা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৬, ১১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

নারীদের হাত ধরে এশিয়া কাপ প্রথম শিরোপা আসছে বাংলাদেশের। এশিয়া কাপ  টি-টোয়েন্টি টুর্নামেন্টে  প্রথম চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশে নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়েছে জাতীয় সংসদের পক্ষ থেকে। সোমবার সংসদের বৈঠকের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নারী ক্রিকেটারদের অভিনন্দন জানান।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়ার কাপের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, ‘এই অর্জন বাংলাদেশের জন্য অনন্য গৌরব ও সম্মান বয়ে এনেছে। এই অর্জনে বাংলাদেশের নারী ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

প্রসঙ্গত, বোরবার (১০ জুন) এক শ্বাসরুদ্ধকর খেলায় এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে ক্রিকেটের বড় কোনো আসরে শিরোপা ঘরে তুলে আনল বাংলার মেয়েরা।

 টিআর/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি