ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অধিবেশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ২১ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

জাতীয় সংসদের ৫০বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আগামী ৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠেয় এ অধিবেশনটি হবে একাদশ জাতীয় সংসদের ২২তম এবং ২০২৩ খ্রিস্টাব্দের দ্বিতীয় অধিবেশন।

বিশেষ এই অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি