ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

জাতীয় সবজি মেলায় ১ম স্থান পেল এসিআই সীড এর স্টল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৬, ৬ জানুয়ারি ২০২০ | আপডেট: ০৯:৪৫, ৭ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

গত ৩ থেকে ৫ জানুয়ারী ২০২০, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় সবজি মেলার আয়োজন করে। উক্ত মেলায় ১০০টির ও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় এসিআই সীড সবজি উৎপাদনে সম্পূরক কলাকৌশল প্রদর্শন করায় বেসরকারি পর্যায়ে ১ম স্থান অধিকার করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহাপরিচালক ড মো. আব্দুল মুঈদ। এসিআই সীড এর পক্ষে এসিআই মটরস্ এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস প্রধান অতিথির নিকট থেকে ১ম পুরস্কার গ্রহণ করেন।

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি