ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

জাবি ৪১’র যুব ও শ্যামা ‘রাজা-রাণী’ নির্বাচিত

প্রকাশিত : ১৩:৩৭, ৬ জুলাই ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪১তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের (র‌্যাগ-৪১) রাজা ও রাণী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এবারে বাংলা বিভাগের আরমান খান যুব এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শ্যামা ভট্টাচার্য সর্বোচ্চ ভোট পেয়ে রাজা-রাণী নির্বাচিত হয়েছেন।

গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনে ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে রাত ১১ টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার দিপঙ্কর দাস।

প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে রাজা ও রাণী পদে মোট ১২০৮টি করে ভোট পড়েছে।

এতে ‘রাজা’ পদে আরমান খান যুব সর্বোচ্চ ৬৪১ ভোট পেয়ে ‘রাজা’ নির্বাচিত হয়েছেন। একই পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিয়াম চৌধুরী শাওন পেয়েছেন ৫৬২ ভোট।

অন্যদিকে ‘রাণী’ পদে শ্যামা ভট্টাচার্য সর্বোচ্চ ৬২৮ ভোট পেয়ে ‘রাণী’ নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ইফফাত জাহান খান নোভা পেয়েছেন ৫৮০ ভোট।

র‌্যাগ-৪১ এর আহ্বায়ক আবদুর রহিম জুয়েল জানান, জুলাইয়ের শেষ সপ্তাহে র‌্যাগ উৎসব অনুষ্ঠানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

আই/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি