ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

জাবির উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদেও ফারজানা ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

অধ্যাপক ফারজানা ইসলাম দ্বিতীয় মেয়াদেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। চার বছর সফলভাবে পূরণের শেষ মুহুর্তে এসে তিনি আবার উপাচার্য হলেন। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

পুনর্নিয়োগ পাওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান তাকে অভিনন্দন জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন অধ্যাপক ফারজানা ইসলাম।

২০১৪ সালের ২ মার্চ ভিসি প্যানেলে নির্বাচিত হয়ে দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অধ্যাপক ফারজানা। আগামী ২ মার্চ তার মেয়াদকাল শেষ হওয়ার কথা ছিল। এর আগেই আজ বৃহস্পতিবার পুনরায় পেলেন তিনি। 

এসি/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি