ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

জাবির রিমোট সেনসিং ইনস্টিটিউটের দুই দিনব্যাপী কর্মশালা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ১৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইনস্টিটিউট অব রিমোট সেনসিংয়ের আয়োজনে দুই দিনব্যাপী ‘জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) এন্ড রিমোট সেনসিং (আরএস)’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।

এ সময় তিনি বলেন, ‘আমাদের দেশ মধ্যম আয়ের দেশ। আমাদের লক্ষ্য উন্নয়ন করা। আর এ লক্ষ্যেই প্রধানমন্ত্রী কাজ করছেন। কীভাবে মানুষের মাঝে জ্ঞান ছড়িয়ে দেওয়া যায় তার জন্য কাজ করছেন।

তিনি আরও বলেন,‘কোথাও কোন ভেরিয়েশন আছে কিনা, বৈষম্য আছে কিনা সেটা নিয়ে রিমোট সেনসিং কার্যকর ভূমিকা রাখতে পারে।’

ইনস্টিটিউট অব রিমোট সেনসিংয়ের পরিচালক অধ্যাপক শেখ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আইন অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক সোহেল আহমেদ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক মুহম্মদ হানিফ আলী প্রমুখ।

আইন অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, দেশে প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রিমোট সেনসিং ইনস্টিটিউট চালু করা হয়েছে। জিআইএস-রিমোট সেনসিং কীভাবে আমাদের কাজে লাগানো যাবে সেটা নিয়ে গবেষণা করতে হবে। আশা করি, এই ইনস্টিটিউট জাবিতে গবেষণায় নেতৃত্ব দিবে।

এ সময় অন্যান্যের মধ্যে প্রক্টর সিকদার মো.জুলকারনাইন, কর্মশালার সমন্বয়ক মুনির মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।কর্মশালায় ১০টি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছেন। শনিবার বিকেলে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের মধ্য দিয়ে এ কর্মশালা শেষ হবে।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি