ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

জাভি এলোনসোর জন্মদিন আজ

প্রকাশিত : ১৮:০৯, ২৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৯, ২৫ নভেম্বর ২০১৬

জাভি এলোনসো স্প্যানিস ফুটবলার। বর্তমানে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে খেলছেন। খেলেন মিডফিল্ডে। ১৯৮১ সালের ২৫শে নভেম্বর জন্মগ্রহণ করেন এ তারকা ফুটবলার। পুরো নাম জাভি এলোনসো ওলানো। তবে সবার কাছে এলোনসো নামেই বেশী পরিচিত এ স্প্যানিস ফুটবলার। তবে কাছের মানুষেরা ওলানো বলেই ডাকেন তাকে। ১৯৮১ সালের আজকের দিনে স্পেনের টোলোসায় জন্ম গ্রহণ করেন ৬ফিট লম্বা এ তারকা শিডফিল্ডার। এলোনসো রিয়াল সোসিয়েদাদের হয়ে পেশাদার ফুটবল শুরু করেন। এই ক্লাবে খেলার সময় ধারে এইবার ক্লাবের হয়ে মাঠে নামেন এলোনসো। সেখান থেকে ফির এসেই সোসিয়েদাদের অধিনায়কের দ্বায়িত্ব পান এলোনসো। ২০০২ ও ২০০৩ মৌসুমে তার অধিনায়কত্বে সোসিয়েদাদ দ্বিতীয় স্থান লাভ করে। ২০০৪ সালে সোসিয়েদাদ ছেড়ে লিভার পুলে যোগ দেন এ স্প্যানিস মিডফিল্ডার। সেখানে টানা ৫ বছর খেলেন এ তারকা। এরপর ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে পারি জমান জাভি এলোনসো। সেখানে ৫ মৌসুম খেলে ২০১৪ সালে যোগ দেন বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখে। এখনো সে ক্লাবের হয়েই মাঠ মাতাচ্ছেন এ তারকা মিডফিল্ডার। শুধু ক্লাব পর্যায়ে নয়, জাতীয় দলের হয়েও খেলেছেন সুনামের সাথে। ২০১০ সালে বিশ্বকাপ জয়ী স্পেন দলের সদস্য জাভি এলোনসো। এছাড়া জাতীয় দলের হয়ে ইউরো ২০০৮ ও ২০১২ সালের শিরোপা জেতেন এ ফুটবলার। ২০০০ সালে অনূর্ধ ১৮ দলে  হয়ে শুরু, এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। অনূর্ধ্ব-২১ হয়ে জাতীয় দলে খেলেছেন ২০১২ সাল পর্যন্ত। দেশের হয়ে ১১৪টি ম্যাচ খেলেছেন এলোনসো। আর গোল করেছেন ১৬ টি।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি