ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

জামালপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৬, ৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফির রহমান মানিক (৪৫) গতকাল বুধবার রাতে কেন্দুয়া বাজারে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন ডোয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম।

নিহত মোস্তাফির রহমান মানিক চাপারকোনা গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শিক্ষক মোস্তাফির রহমান মানিক ও আশরাফুল আলম কেন্দুয়া বাজার থেকে বুধবার রাতে একই মোটর সাইকেল যোগে নিজ বাড়ি ফিরেছিলেন। এ সময় পেছন থেকে মালবাহী একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোস্তাফির রহমান মানিক ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত হন আশরাফুল আলম। আহতকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

/ডিডি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি