ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

জামালপুরে বন্দু যুদ্ধে ডাকাত নিহত, এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত

প্রকাশিত : ১৪:৩৫, ১৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৩৫, ১৬ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

জামালপুরের মাদারগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সরদার শামীম ফকির নিহত হয়েছে। আহত হয়েছে মাদারগঞ্জ এক এসআইসহ ৪ পুলিশ সদস্য। পুলিশ জানায়, সোমবার রাতে মাদারগঞ্জের তেঘরিয়ায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল শামীম। এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শামীম ও তার লোকজন উপর হামলা চালায়। এসময় পুলিশের পাল্টা গুলিতে শামীম আহত হয়। পরে তাকে মাদারগঞ্জ হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যু হয় তার। শামীমের নামে মাদারগঞ্জ থানায় ১৪টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি