ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

জার্মানিতে তৃতীয় সিদ্দিকুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ৩১ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

প্রথমবারের মতো ইউরোপিয়ান ট্যুর শিরোপা জয়ের সুযোগ বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমানের সামনে এলেও অল্পের জন্য ব্যর্থ হয়েছেন তিনি। পোরশে ওপেনে সবমিলিয়ে পারের চেয়ে ১১ শট কম খেলে যৌথভাবে তৃতীয় হয়েছেন সিদ্দিকুর।
জার্মানির হামবুর্গের গ্রিন ঈগল গলফ কোর্সে প্রথম রাউন্ডে ভালোই শুরু করেছিলেন এশিয়ান ট্যুর জেতা সিদ্দিকুর। কিন্তু পরের রাউন্ডে পিছিয়ে পড়েন।
প্রথম রাউন্ডে ৭০ শটে খেলার পর দ্বিতীয় রাউন্ড শেষ করেন ৬৬ শটে। দ্বিতীয় রাউন্ডের পর সবমিলিয়ে পারের চেয়ে ৮ শট এগিয়ে থেকে লিডারবোর্ডে যৌথভাবে দ্বিতীয় হয়েছিলেন বাংলাদেশী তারকা। তৃতীয় রাউন্ডে বৃষ্টি ও প্রবল বাতাসে পিছিয়ে পড়ে ১০ নম্বরে নেমে যান সিদ্দিকুর।
রবিবার চতুর্থ ও শেষ রাউন্ডে ঘুরে দাঁড়ান তিনি। তবে সম্ভাবনা তৈরি করেও সহজ সুযোগ নষ্ট করেন এই গলফার। সবমিলিয়ে পারের চেয়ে ১১ শট কম (২৭৭ স্ট্রোক) নিয়ে সুইডেনের জোহান এডফোর্সের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে থেকে শেষ করেন ৩২ বছর বয়সী।
২ কোটি ইউরো প্রাইজমানির এ আসরে গতবারের শিরোপাজয়ী ফ্রান্সের আলেক্সান্দার লেভিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ইংল্যান্ডের জর্ডান স্মিথ।
//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি