ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

জিনপিংয়ের মেয়াদ বৃদ্ধির প্রশংসায় ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ৪ মার্চ ২০১৮

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেদেশের প্রেসিডেন্টের সর্বোচ্চ দুই মেয়াদ ক্ষমতায় থাকার নিয়মটি তুলে দেওয়ার যে পরিকল্পনা করছেন- তার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, তিনিও এরকম একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন।

শনিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির জন্য অর্থদাতাদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেছেন- জানাচ্ছে যুক্তরাষ্ট্রের সিএনএন টিভি নেটওয়ার্ক।

সিএনএন বলছে, তাদের হাতে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন কিছু মন্তব্যের রেকর্ডিং রয়েছে যাতে তিনি এ কথা বলেছেন।

উল্লেখ্য, চীনে প্রেসিডেন্টের সর্বোচ্চ দুই মেয়াদ ক্ষমতায় থাকার সীমা তুলে দেওয়ার ব্যাপারটি এ সপ্তাহেই পার্লামেন্টে নিশ্চিত করা হবে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রেও বর্তমানে একজন প্রেসিডেন্ট পরপর দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেন না।

সূত্র: বিবিসি

একে// এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি