ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডে নতুন কোচ নিয়োগ

প্রকাশিত : ১১:০০, ১ জুন ২০১৬ | আপডেট: ১১:০০, ১ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ডেভ হোয়াটমোরকে বরখাস্ত করে তার পরিবর্তে মাখায়া এনটিনিকে কোচ নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার এনটিনি সীমিত সময়ের জন্য দায়িত্বগ্রহন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে ভারতে অনুষ্ঠিত আইসিসি টি-টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে চরমভাবে ব্যার্থ হওয়ার পর ডেভ হোয়াটমোরকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করে জিম্বাবুয়ে। এদিকে, দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক অল-রাউন্ডার ল্যান্স ক্লুজনারকে। অন্যদিকে, হ্যামিল্টন মাসাকাদজার পরিবর্তে গ্রায়েম ক্রেমারকে নতুন অধিনায়ক মনোনীত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি