ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

জেএসসিতে পাশের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ, পিএসসিতে পাশের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ

প্রকাশিত : ১৮:৪১, ২৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪১, ২৯ ডিসেম্বর ২০১৬

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে জেএসসিতে গত পাঁচ বছরের তুলনায় সামগ্রিকভাবে পাশের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। এবার পাশের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ। গতবার এ হার ছিল ৮৫ দশমিক ৪৮ শতাংশ। তবে প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। পিএসসিতে এবার পাশের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। সকাল থেকেই নগরীর বিভিন্ন স্কুল প্রাঙ্গনে ক্ষুদে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দেখা গেছে উদ্বেগ, উৎকণ্ঠা নিয়ে ফলাফলের জন্য অধীর হয়ে অপেক্ষা করতে। বেলা বারোটার পর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠে শিক্ষার্থীরা। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবার জেএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৯ হাজার ৯৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ১৩৫ জন। অন্যদিকে প্রাথমিক শিক্ষা সমপানীতে গতবার ১২ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে ১১ হাজার ৯৫৩ জন। তবে বেড়েছে পাশের হার। ভাল ফলাফল করায় খুশি শিক্ষার্থীরা। এদিকে ভালো ফলাফলের পেছনে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকদের পাঠদানের পাশাপাশি ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের টিমওয়ার্ককেই গুরুত্ব দিচ্ছেন শিক্ষকরা। এর আগে সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে আনুষ্ঠানিকভাবে জেএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করেন বোর্ড কর্মকর্তারা। ক্রমান্বয়ে ভাল ফলাফলে সন্তোষ জানান তারা। সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ এর ভিত্তিতে এবার জেএসসিতে এগিয়ে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় অবস্থানে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি