ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

জেলা প্রশাসক সম্মেলন ২৬ জুলাই

প্রকাশিত : ১৫:৩৪, ২৪ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:৩৪, ২৪ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু হচ্ছে ২৬ জুলাই। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান। উদ্বোধনের পর জেলা প্রশাসকরা প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন। সম্মেলনের তৃতীয় এবং চতুর্থ দিন হবে ‘উদ্ভাবনী মেলা’। নিয়মিত অধিবেশনের পাশাপাশি মেলায় অংশ নেবেন জেলা প্রশাসকরা। এবারের সম্মেলনে সাধারণ অধিবেশন থাকবে ২২টি, কার্যকরী অধিবেশন থাকবে ১৮টি। মোট ৩৯টি মন্ত্রণালয় সম্মেলনে যোগ দেবে। ২৯ জুলাই সম্মেলনের সমাপ্তি হবে রাষ্ট্রপতির দরবার হলে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি